Header Ads

এ গোল দ্যাট কিলড এসকোবার






নেটফ্লিক্সের 'নার্কোস' সিরিজের প্রধান চরিত্র ছিলেন পাবলো এসকোবার। ৯০ এর দশকে কলম্বিয়ান এই ড্রাগ লর্ড কলম্বিয়ার ফুটবলকে নিজের কালো টাকায় কীভাবে নিয়ন্ত্রন করেছিলেন তা  কলম্বিয়ানদের কাছে ভালোভাবে জানা। কলম্বিয়ার জনগন তখন ড্রাগ আর হত্যার এক সমাজে ছিলেন। এই দুর্দিনে তাদের আশা ছিল ১৯৯৪ ওয়ার্ল্ড কাপ।


১৯৯৪ ওয়ার্ল্ড কাপে কলম্বিয়ার ভরসার মুলে ছিল কলম্বিয়ার সেরা ক্লাব এটলেটিকো ন্যাসিওনাল ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। কলম্বিয়া টিমের সেই বছর বিশ্বকাপ জয়ের ভবিষ্যতবাণী করেছিলেন পেলে।বাজির কারণে আরেকদিকে ড্রাগ লর্ডরা খেলোয়ারদের বাড়িতে হত্যার হুমকি দিচ্ছিল। আর সেই এক অদৃশ্য চাপের কারণেই প্রথম ম্যাচ ৩-১ গোলে হারে কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার ভরসার প্রতিক আন্দ্রেস এসকোবার আত্মঘাতী গোল করে বসেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যার কারনে নিশ্চিত হয় ওয়ার্ল্ডকাপ থেকে  কলম্বিয়ার বিদায়। 

দেশে ফিরে এসকোবার নিজ বাড়ি মেডেলিনে যান। সেখানে এসি মিলানে জয়েন করা নিয়ে সতীর্থদের সাথে আলোচনার জন্য একটি বারে যান। বারের বাইরে  দুইজন ব্যক্তির সাথে বিশ্বকাপের own goal নিয়ে বাকবন্ডিতা দেখা দেয় এবং এক পর্যায়ে হামবারতো মুনিজ নামে একজন তাকে গুলি হত্যা করে।


সেই হত্যার পিছনে মুল ছিল বিশ্বকাপের সেই আত্মঘাতী গোল। পাবলো এই হত্যাকাণ্ডের মুল হোতা ছিলেন পিটার এবং জোয়ান গ্যালেন। তাদের বাজির হারের কারণ ছিল সেই আত্নঘাতী গোল। যদিও তারা বিপুল অর্থ দিয়ে বিচার থেকে বেরিয়ে আসে,তবুও কলম্বিয়ার ফুটবল ইতিহাসে ঘৃণিত হিসেবেই থাকবে।

©মোহাম্মদ পারভেজ

No comments

Powered by Blogger.